Homeসব খবরবিনোদনজানা গেল তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’

জানা গেল তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’

আলোচিত দুই জনপ্রিয় তারকা ও সাবেক দম্পতি তাহসান-মিথিলা। কিছুদিন ধরেই এই দুজনের ‘সারপ্রাইজ’ স্ট্যাটাস নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ভক্তকুলের মধ্যে। অবশেষে সেই সারপ্রাইজের কারণ জানা গেল।

দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি তাদের একটি শোতে এই দুই তারকাকে নিয়ে সামনাসামনি বসতে যাচ্ছেন। ইভ্যালির ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা এই লাইভে তারা কথা বলবেন জীবনের নানা বিষয় নিয়ে।

ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভেদ এর সঞ্চালনায় শনিবার রাত ৯টায় তাহসান ও মিথিলা সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। তাহসানের পর ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সেই উপলক্ষে এই আয়োজন।’

Advertisement