Homeসব খবরবিনোদনছোট ছেলে সামির মনোয়ারকে পরিচয় করালেন ডিপজল

ছোট ছেলে সামির মনোয়ারকে পরিচয় করালেন ডিপজল

বড় ছেলে শাদমান মনোয়ার অমির বিয়ে হলো কিছুদিন আগেই। গত বছর কাজী তাসফিয়ার সঙ্গে বেশ ধুমধামের সঙ্গে বিয়ে হয়। মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা।

এবার ডিপজল নিজের ছোট ছেলেকে নেটিজেনদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতা কক্সবাজারে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ছোট ছেলের বেশকিছু ছবি তোলা হয়। সেইসব ছবি দিয়েও ছোট ছেলেকে নিজের ফেসবুক পেইজে পরিচয় পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা।

ফেসবুকে বেশকিছু ছবি দিয়ে এক পোস্টে মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, আমার ছোট ছেলে সামির মনোয়ার।

অনেকেই এই ছবির নিচে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বলছেন বাবার মতোই দেখতে হয়েছে ছেলে। আবার কেউ কেউ বলছে নায়কের মতো লাগছে। অনেকেই জানতে চান, সামির কি চলচ্চিত্রে আসবে? অবশ্য এসব প্রশ্নের উত্তর দেননি ডিপজল।

Advertisement