Homeসব খবরপ্রযুক্তিচাঁদের কাছে গিয়ে ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম

চাঁদের কাছে গিয়ে ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম

চাঁদের খুব কাছে চলে গেছে ল্যান্ডার বিক্রম। ভারতের এ যানটি এবার চাঁদের আরও বেশকিছু ছবি পাঠিয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো শুক্রবার (১৮ আগস্ট) এসব ছবি প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ছবিতে চাঁদের গিরিখাত দেখা যায়। এর মধ্যে দেখা গেছে জিওর্দানো ব্রুনো ও হারকেবি জে আগ্নেয়গিরি। বিক্রম ল্যান্ডারের এক নম্বর ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা হয়। চাঁদের দক্ষিণ মেরুতে নামার জন্য মূল মহাকাশযান থেকে ল্যান্ডার আলাদা করেছে ভারতের চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয়। এটা ভারতের তৃতীয় চন্দ্রাভিযান।

১৪ জুলাই দুপুরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে তৃতীয় অভিযান শুরু করে ভারত। অভিযান সফল হলে ভারতই হবে প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান অবতরণ করাবে। মূলত চাঁদের এই অংশটি এখনও সেভাবে মানুষের সামনে উন্মোচিত হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোভার ‘প্রজ্ঞানকে’ বহনকারী ল্যান্ডার ‘বিক্রম’ ২৩ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এরপর রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের মাটি থেকে তথ্য সংগ্রহ করতে থাকবে।

এদিকে গত সপ্তাহে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। প্রায় ৫০ বছর পর চাঁদে নতুন অভিযান শুরু করল দেশটি। সবকিছু ঠিক থাকলে ইতিহাস সৃষ্টি করে আগামী ২১ থেকে ২৩ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারে লুনা-২৫। অনেকে মনে করছেন, দিল্লিকে টেক্কা দিতেই চাঁদে অভিযান শুরু করেছে মস্কো।

ছবিগুলো দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement