Homeসব খবরজেলার খবরচাঁদপুরে ১৮৭ মণ জব্দ জাটকা গেল এতিমখানায়

চাঁদপুরে ১৮৭ মণ জব্দ জাটকা গেল এতিমখানায়

এবার চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে এবং শহরের বড় স্টেশন যাত্রীবাহী ট্রেন থেকে পৃথক অভিযানে ৭ হাজার ৫০০ কেজি (১৭৮.৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মৎস্য দফতর ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পৃথক অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম।

জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় চরভৈরবী মাছঘাটের উদ্দেশ্যে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ হতে আসা দুটি ট্রলারে থাকা ৫ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।

অপরদিকে, আজ দুপুরে চাঁদপুর রেলস্টেশনে চাঁদপুর থেকে-চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে বক্সে থাকা এক হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।

Advertisement