Homeসব খবরবিনোদনচঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন মাশরাফি

চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন মাশরাফি

মাশরাফির ব্যবহারে বেশ আপ্লুত হন খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পুরো বিষয়টি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির সঙ্গে চঞ্চল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ভাই আমার বলে জড়িয়ে ধরা…অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা… এইতো আমাদের ক্যাপ্টেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।’

মাশরাফি ও চঞ্চল- নেটিজেনদের পছন্দের দুজন এক ফ্রেমে, আর প্রতিক্রিয়া তৈরি হবে না তা তো হয় না। প্রচুর প্রতিক্রিয়ার পাশাপাশি নেটিজেনরা ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। একই সঙ্গে অজস্র মন্তব্যে ভরে গেছে বাক্স।

একজন লিখেছেন, ‘ও ভাইয়া, কী দারুণ লাগছে আপনাদের, আর কত সুন্দর করে বললেন। সত্যিই অতুলনীয় মুহূর্ত। জীবনের মুহূর্তগুলো আপনার ঐ ভুবনমোহিনী হাসির স্পর্শে কানায় কানায় পূর্ণ হয়ে থাক আপনার জীবনসমুদ্র, ভাইয়া। দুজনের জন্যই আন্তরিক শুভ কামনা।’

আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের দুই ধারার দুইজন সেরা মানুষকে একসাথে দেখে চোখেরও শান্তি আসে। অনেক অনেক ভালোবাসা দুজনের জন্য।’

Advertisement