Homeসব খবরবিনোদনঘোঘণা দিয়েই নীরব শাকিব খান!

ঘোঘণা দিয়েই নীরব শাকিব খান!

গত সোমবার (৩ এপ্রিল) অন্তর্জালে প্রকাশিত হয় তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার টিজার। এই ছবিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে শবনম বুবলীকে।

ব্যক্তিজীবন নিয়ে যখন সমালোচনার ঝড় তুঙ্গে, ঠিক তখনই ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ঈদে মুক্তির ঘোষণা করে নিজের সোশাল হ্যান্ডেলে পোস্ট করেন ঢাকাই নায়ক শাকিব খান। এদিকে সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত, চলছে হল বুকিং, প্রকাশ পেয়েছে টিজার। কিন্তু সিনেমার প্রচারণায় নেই শাকিবের কোনো ভূমিকা, একবারেই নীরব।

৫১ সেকেন্ডের এই টিজারে বুবলীর অবস্থান মাত্র ৩ সেকেন্ডের কাছাকাছি! বাকি ৪৭ সেকেন্ড জুড়েই শাকিব খানের বীরত্ব! তবু নিজের ফেসবুকে টিজার শেয়ার করেননি এ নায়ক। যদিও তার উলটা পথে আছেন বুবলী। নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন ছবির টিজার।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবির ট্রেলার দেখে মন্দের ভালো বলছেন দর্শক-সমালোচকরা। অনেকেই আগাম ধারণা করছেন, এই ফর্মুলা ছবিটিই হতে পারে শাকিব খানের চলমান শ্বাসরুদ্ধকর সময় থেকে ঘুরে দাঁড়ানোর লাইফ লাইন। যদিও, খানের নীরবতা এমন ধারণাকে ম্লান করে দেয়।

Advertisement