Homeসব খবরবিনোদনগুঞ্জন উঠেছে যে জনপ্রিয় নায়ককে বিয়ে করছেন ‘পুষ্পা’র নায়িকা!

গুঞ্জন উঠেছে যে জনপ্রিয় নায়ককে বিয়ে করছেন ‘পুষ্পা’র নায়িকা!

ভারতের পুষ্পা সিনেমার নায়িকার প্রেমের গুঞ্জন নতুন নয়। শোনা যায়, এ বার সেই গুঞ্জনেই সিলমোহর বসাতে চলেছেন তারা। তোড়জোড়ও নাকি তুঙ্গে।

দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা। রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবারাকোন্ডা। প্রথম জনকে ডাকা হয় ‘জাতীয় ক্রাশ’ বলে। তবে দর্শক তাকে আপাতত চিনছেন ‘শ্রীবল্লী’ নামে। সৌজন্যে ‘পুষ্পা: দ্য রাইজ’। টানটান সেই অ্যাকশন ছবিতে ‘পুষ্পা’ অর্থাৎ অল্লু অর্জুনের প্রেমিকা তিনি। জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় জনও পিছিয়ে নেই। অনেকেই মনে করেন, আগামী দিনে তার হাতেই থাকবে বাণিজ্যিক দক্ষিণী ছবির লাগাম।

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো আদ্যোপান্ত প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয়-রশ্মিকা। বলা হয়, পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রশ্মিকার কীর্তিকলাপ নিয়ে আলোচনার শেষ নেই। আপাতত মুম্বাইয়ে দিন কাটছে তাদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। গুঞ্জন, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বাই এসেছেন দু’জন।

গুঞ্জন,আলোচনা বহাল। কিন্তু বিজয় বা রশ্মিকা স্পিকটি নট। গোপন কথাটি গোপনে রাখতে কোনও ত্রুটি রাখছেন না তারা।

Advertisement