Homeসব খবরজেলার খবরগাজীপুরে বসেছে ‘জামাই মেলা’

গাজীপুরে বসেছে ‘জামাই মেলা’

সাধারণত পৌষ মাসের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে হয়ে থাকে ঐতিহ্যবাহী আয়োজন গ্রামবাংলার ঐতিহ্য ‘পৌষালী মেলা’। কোনো কোনো অঞ্চলে একে ‘জামাই মেলা’ হিসেবেও ডাকা হয়।

আজ সোমবার (১৫ জানুয়ারি) গাজীপুরের বিনিরাইলে অনুষ্ঠিত হয়েছে এই মেলা। মেলায় মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। স্থানীয় জামাই ও শ্বশুরদের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। নানা জাতের মাছ দেখতে ভিড় জমান নানা বয়সী মানুষ।

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মৌলভীবাজারের কয়েকটি বাজারে বসে মাছের মেলা। দেশি জাতের মাছ কিনতে ভিড় জমান অনেকে।

এদিকে, একদিনের মাছের মেলায় বিক্রি হয় কয়েক কোটি টাকার মাছ। বাড়তি টাকা বিনিয়োগ করেন ব্যবসায়ীরাও। সময়ের সাথে সাথে পৌষের এই মেলা উৎসবে পরিণত হয়েছে।

Advertisement