Homeঅন্যান্যগরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ দেশ

গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ দেশ

ঈদুল আযহা উপলক্ষে দেশে গবাদিপশুর কোনো ঘাটতি পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। চাহিদার তুলনায় গবাদিপশুর যোগান বেশি আছে বিধায় কুরবানি উপলক্ষ্যে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।

রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, গত বছর কুরবানির পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ। এর মধ্যে ২২ লাখ অবিক্রিত ছিল।

এ বছর আমাদের কুরবানির জন্য ১ কোটি ৩০ লাখ পশু রেডি থাকবে বলে জানান মন্ত্রী। বিধায় কুরবানিতে পশুর সংকট থাকার কোনো সুযোগ নেই। কুরবানি উপলক্ষ্যে আমাদের সকল ধরণের প্রস্তুতি আছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীও সতর্ক আছেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশে কুরবানির পশু প্রয়োজনের তুলনায় বেশি থাকায় গবাদি পশু আমদানির কোনো কারণ নেই।

Advertisement