Homeসব খবরজাতীয়খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র ২১০ টাকায়

খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র ২১০ টাকায়

বহুকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মাসেতু হয়ে খুলনা থেকে ‘সুন্দরবন এক্সপ্রেসের’ পাশাপাশি ‘নকশি কাঁথা’ কমিউটার ট্রেন চলবে রাজধানীতে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর স্বপ্নের এই ট্রেনে মাত্র ২১০ টাকা ভাড়ায় রাজধানীতে যাওয়া যাবে। বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে ট্রেনটির শুক্রবার সকালে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পদ্মাসেতু হয়ে গত পহেলা নভেম্বর থেকে শুরু হয় খুলনা থেকে রেল চলাচল। নিরাপদ, সহজ ও আরামদায়ক হওয়ায় প্রতিনিয়ত এই রুটে বাড়তে থাকে যাত্রীর চাপ। দাবি ওঠে আরো একটি ট্রেন যুক্ত করার। এক মাসের মধ্যেই পদ্মাসেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনটি ইজারার মাধ্যমে পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান এনআরএসআর ট্রেডিং। ট্রেনটি আগে মেইল হিসেবে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচল করত। এখন মাত্র ২১০ টাকায় খুলনা থেকে পৌঁছানো যাবে রাজধানীতে। যাত্রা শুরুর ঘণ্টা খানেক আগে এর টিকিট সংগ্রহ করা যাবে প্ল্যাটফর্ম থেকে বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আলমগীর হোসেন।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, নতুন এই ট্রেনটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমাদেরও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ট্রেনটি ২৫টি স্টেশনে যাত্রাবিরতি করায় আরো অনেক বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ত হবে। পাশাপাশি টিকিটের সাশ্রয়ী মূল্য হওয়ায় সব ধরনের যাত্রী এই রেলে যাতায়াত করতে পারবেন।

Advertisement