Homeসব খবরবিনোদনক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য প্রস্তাব পেয়েছি : সুমাইয়া শিমু

ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য প্রস্তাব পেয়েছি : সুমাইয়া শিমু

সুমাইয়া শিমু। তারকা অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ঈদের নাটক ‘লাইফ লাইন’ দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। নতুন নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

কোন ভাবনা থেকে আবারও অভিনয়ের উঠানে ফিরলেন?

ব্যক্তিগত কারণে মাঝে কিছুদিন হয়তো অভিনয়ে বিরতি ছিল। যারা আমার অভিনয় পছন্দ করেন, তারা চাইছিলেন আমি যেন অভিনয়ে ফিরি। কাজ করি না বলে অনেকেই ভেবেছেন, আমি বিদেশে থাকি। এ প্রজন্মের অনেক পরিচালককে চিনি না। সবার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করলে প্রতিদিনই অসংখ্য ভক্তের মন্তব্য আসে- ‘আমি কেন অভিনয় করছি না’? তারা আমাকে মিস করছেন। এসব মন্তব্যে আমারও মন খারাপ হয়। যে জন্য সবকিছু মিলিয়ে নতুন করে ভাবলাম, যে কাজটা আমি করতে পছন্দ করি কেন সেটা করছি না। সেই চিন্তা থেকেই অভিনয়ে ফেরা। আমি অভিনয়ের মানুষ। দীর্ঘদিন ধরে অভিনয় করছি। যে জন্য অভিনয় থেকে দূরে থাকা কঠিন।

‘লাইফ লাইন’ নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?

ক্যামেরার সামনে দাঁড়িয়ে একবারও মনে হয়নি, আমার দীর্ঘদিন অভিনয়ে বিরতি ছিল। অভিনয়ের চেনা ভুবনে পা রাখার পর থেকে ভীষণ ভালো লাগছে। মনে হয়েছে, নিজের জায়গায় এসেছি। ভালো একটি কাজের মধ্য দিয়ে বিরতি ভাঙতে পেরেছি বলে এই ভালো লাগা আরও বেড়ে গেছে। এর আগে যেসব প্রেমের গল্পে অভিনয় করেছি, সেসব নাটক থেকে ‘লাইফ লাইন’ কিছুটা ভিন্ন ধাঁচের। গল্প, চরিত্র, নির্মাণ পরিকল্পনা- সবকিছু মিলিয়ে ভালো অভিজ্ঞতা নিয়ে কাজটি শেষ করেছি। নাটকে আমার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা মুশফিক ফারহান।

অভিনয়ে কি নিয়মিত হবেন?

অনেকেই এখন শুটিংয়ের জন্য যোগাযোগ করছেন। ঈদের আগে কাজ করতে পারব কিনা জানি না। করোনার প্রকোপ বেড়েছে। বাসা থেকে কোথাও যাচ্ছি না। অভিনয়ের কারণে দর্শক আমাকে ভালোবাসেন। বিভিন্ন কারণে হয়তো মাঝে ক্যামেরার সামনে দাঁড়াতে পারিনি। করোনার প্রকোপ কমলে নিশ্চয় নিয়মিত অভিনয় করব।

অনেকেই বলছেন, ওয়েব মাধ্যমের দাপটে টিভি মিডিয়া কোণঠাসা হয়ে যাচ্ছে-

আমি তেমনটি মনে করি না। টিভি মিডিয়ার আবেদন সব সময় ছিল, থাকবে। ওটিটি প্ল্যাটফর্ম নতুন একটি মাধ্যম। আমাদের অভিনয়শিল্পীরাই এখানে কাজ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের তাল মেলাতে হবে। সে ক্ষেত্রে প্রতিযোগিতা মনে না করে এটাকে সাদরে গ্রহণ করা উচিত। নতুন কিছুর ওপর সবারই আগ্রহ থাকে। তার কিছু ভালো দিকও থাকে। সে জন্য সবারই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার এক ধরনের আগ্রহ আছে।

সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন?

এটা সত্যি, ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। ভালো গল্প ও চরিত্র পাইনি বলে রাজি হইনি। অনেক বছর ধরে গল্পপ্রধান চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি আশার কথা। এ ধরনের ছবিতে যদি অভিনয়ের প্রস্তাব পাই তাহলে অবশ্যই কাজ করব।

অভিনয়ের বাইরে ব্যস্ততা কী নিয়ে?

সমাজের মানুষদের জন্য কিছু করার ইচ্ছা সব সময় ছিল। যে জন্য ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছি। মেয়েদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে যা যা করা প্রয়োজন, সংগঠন থেকে করছি। আমাদের প্রজেক্টভিত্তিক টিম রয়েছে, যারা কাজগুলো করছে। আমি সার্বিকভাবে মনিটরিং করছি। পাশাপাশি ‘বেটার ফিউচার কমিউনিকেশন’ নামে যোগাযোগ উন্নয়ন প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ততা রয়েছে।

সূত্র: সমকাল।

Advertisement