Homeঅন্যান্যকোরবানির জন্য প্রস্তুত ২৭ মণ ওজনের ‘মাশাআল্লাহ’

কোরবানির জন্য প্রস্তুত ২৭ মণ ওজনের ‘মাশাআল্লাহ’

আসন্ন ঈদুল আযহায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২৭ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘মাশাআল্লাহ’। সম্পূর্ণ অর্গানিকভাবে কোরবানির জন্য গরুটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গরুর মালিক মৌলভীবাজার সদর উপজেলার বালিগাঁও শ্যামলাবাজার গ্রামের বাসিন্দা কৃষক বদরুল ইসলাম।

জানা যায়, সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ষাঁড়টি পালন করেছেন কৃষক বদরুল ইসলাম। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টির নাম আদর করে রাখা হয়েছে মাশাআল্লাহ। ৩ বছর বয়সী ষাড়টির উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি এবং লম্বায় ১০ ফিট। ওজন প্রায় ২৭ মণ।

বদরুল ইসলাম বলেন, তিন বছর ধরে সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি। প্রতিদিন এর গোসল করা থেকে শুরু করে সব কিছু নিজেই দেখভাল করি। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এর লালনপালনে খরচ বেশি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই বাসায় এসে গরুটি দেখে যাচ্ছে। বেশ কয়েকজন দামাদামিও করেছে। কিন্তু, কাঙ্ক্ষিত দাম ছাড়া গরুটি বিক্রি করবনা। ভাল ক্রেতা পেলে ১৫ লাখ টাকায় গরুটি বিক্রি করে দিব।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান বলেন, এবার কোরবানির জন্য মৌলভীবাজার জেলায় মোট ৮৪ হাজার ৮১২টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। প্রান্তিক পর্যায়ে খামারিদের সব সময় প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

Advertisement