Homeঅন্যান্যকুয়াশার চাদরে মোড়া ঢাকা

কুয়াশার চাদরে মোড়া ঢাকা

বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো ঢাকা শহর। এখন পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।। চারপাশ ঘন কুয়াশায় আবৃত। একটুখানি সামনের কোন কিছুই দেখা যাচ্ছে না। সাথে হীম বাতাস। এমনটাই দেখা গেছে আজকের সকালের ঢাকার চিত্র।

জানুয়ারির মাঝামাঝি থেকে সারাদেশে শুরু হয়েছে শীতের তীব্রতা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে শীত। রাজধানীতে অন্যান্য বছর সেভাবে শীতের দেখা না মিললেও এ বছর শীতে জবুথবু নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় তীব্র শীত থাকলেও কুয়াশার দাপট কম ছিল। ওইদিন সকাল থেকেই ঢাকার আকাশে রোদের দেখা পাওয়া গেলেও রাত থেকে চিত্রটা বদলে যায়। শুরু হয় কুয়াশার আনোগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকেই তা তীব্র হতে থাকে।

Advertisement