Homeসব খবরজেলার খবরকুমিল্লায় শসা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

কুমিল্লায় শসা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ার কারণে শসার চাষ করে বেশ ভালো ফলন পাচ্ছেন জেলার নাঙ্গলকোটের চাষিরা। আর বাজারে শসার দাম ভালো পাওয়ার কারণে বেড়েছে শসার চাষ। কুমিল্লায় শসা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

চারদিকে ধানের চারা রোপণ শেষ করেছেন কৃষক। আর সেই ধানের চারা উঁকি দিয়ে রূপ নিচ্ছে সবুজের সমারোহে। এর মধ্যে চাষ হচ্ছে শসার। পানির ওপর মাচায় হলুদ-সাদা ফুল কিংবা ঝুলছে শসার। ফলন ভালো হওয়ায় লাভবান হবেন বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। শসার বীজ রোপণের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে গাছে ফল ধরা শুরু হয়। লাভ বেশি হওয়ায় এ শসার চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। বিঘা প্রতি খরচ হয় ১০ হাজার আর বিক্রি হয় ২০ হাজার টাকায়।

শসা চাষি শাহজাহান বলেন, চলতি মৌসুমে আমার দুই একর জমিতে শসার চাষ করেছি। শসা চাষ করতে মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা। আর বিক্রি কলে উঠবে ২ লাখ টাকার বেশি। আবহাওয়া ভালো থাকায় ও শসার দাম ভালো থাকার কারণে লাভবান হব বলে আশা করছি।

নাঙ্গলকোট উপজেলার কৃষি অফিসার জাহিদুল ইসলাম জানান, এবার কৃষকদের মাঝে শসা চাষে আগ্রহ বেশি দেখা দিয়েছে। এবার পুরো উপজেলায় ৪০ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। আশা করছি এবার কৃষকরা লাভবান হবেন। কৃষি অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।

Advertisement