Homeসব খবরক্রিকেটকাল আবার ব্যাটিংয়ের সুযোগ আছে, খুব ভালো ব্যাটিং করতে...

কাল আবার ব্যাটিংয়ের সুযোগ আছে, খুব ভালো ব্যাটিং করতে হবে আমাদের : শান্ত

কে জানতো দুই দিন বৃষ্টি হবার পরেও ঢাকা টেস্টে নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের হাতে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিনেও আজ ঘণ্টাখানেক পরে খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথমে দুটি উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত চার উইকেটে ৩০০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

মোহাম্মদ রেজওয়ান এবং ফাহাদ আলমের ব্যাটিং দেখে তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো এই ম্যাচে ড্র করতে পারবে। কিন্তু পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে ঠিক তার উল্টো ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। যাওয়া-আসার মিছিলে দ্রুতই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষ পর্যন্ত দিনশেষে ৭ উইকেটে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের করা ৩০০ রানের বিপরীতে ফলোঅন এড়াতে বাংলাদেশকে আরো ২৫ রান করতে হবে। এরপর ম্যাচ বাঁচানোর চিন্তা। সেখানে হাতে রয়েছে ২০ উইকেট। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে সে ভাবে যদি পঞ্চম দিনেও ব্যাটিং করে তাহলে প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যেতে পারে।

তবে আশার বাণী শুনিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর আশা মিরপুরে শেষ দিন ম্যাচটা বাঁচাবে বাংলাদেশ। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছেন, “আমার মনে হয় কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি জুটি করতে পারে, আরো কিছু রান করতে পারি তাহলে একটা ভালো অবস্থানে যাব”।

“কাল আবার ব্যাটিংয়ের সুযোগ আছে। খুব ভালো ব্যাটিং করতে হবে আমাদের। তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব। অসম্ভব কিছু না। খেলায় হেরে গেছি এরকম কিছু না। এখান থেকে ম্যাচ বাঁচানো সম্ভব। ভালো অবস্থায় যেতে পারব না এমন কিছু না।”

Advertisement