Homeসব খবরবিনোদন‘কাঁচা বাদাম’ খ্যাত সেই গায়ক এখন অভিনয়ে

‘কাঁচা বাদাম’ খ্যাত সেই গায়ক এখন অভিনয়ে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্রমশ ব্যস্ততা বেড়ে যায় ভুবন বাদ্যকরের। বাদাম বিক্রিতে দেখা যাওয়ার পরিবর্তে বিভিন্ন রিয়েলিটি শোয়ের মঞ্চেও দেখা যায় তাকে। তবে এবার জানা গেল অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন ভুবন। ‘কাঁচা বাদাম’ গান গেয়ে সাধারণ একজন বাদাম বিক্রেতা থেকে রাতারাতি আলোচনায় উঠে আসেন বীরভূমের ভুবন বাদ্যকর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ১ এপ্রিল থেকে শুরু হওয়া একটি ধারাবাহিকে বাবার চরিত্রে দেখা যাবে ভুবনকে। পর্দায় নিজের এই অভিষেকে উচ্ছ্বসিত তিনি।

ভুবন জানিয়েছেন, মাস তিনেক আগে শুটিং করেছেন। ধারাবাহিকে তাকে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মেয়ে প্রেম ও বিয়ে করতে চায়, তাতে বাধা দেবেন তিনি। এ নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। মোট দুদিন অভিনয় করেছেন। পারিশ্রমিক পেয়েছেন ৪০ হাজার রুপি।

ভুবন বাদ্যকর বলেন, মানুষের আশীর্বাদেই আমার গান সবার হৃদয় ছুঁয়েছে। সবার সামনে গাওয়ার সুযোগ পেয়েছি। আগামীতে অভিনয়ে সুযোগ এলে অবশ্যই আরও অভিনয় করব।

প্রসঙ্গত, ভুবনের ভাগ্য এখন বদলে গেছে। লাখ লাখ রুপি খরচ করে দুবরাজপুরে বাড়ি তৈরি করেছেন। তবে গত মাসে জানা যায়, ওই নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকতে পারছেন না। চাঁদাবাজদের অত্যাচারে ভাড়া বাড়িতে উঠেছেন।

এছাড়া ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মা’মলাও করেন। তার অভিযোগ, বীরভূমের এক মিউজিক স্টুডিওর মালিক নামমাত্র টাকায় তাকে ঠকিয়ে গানের কপিরাইট হাতিয়ে নিয়েছেন। স্টুডিওর মালিক অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। আর এ মামলা কী পর্যন্ত নিষ্পত্তি হবে, সেটা এখন দেখার অপেক্ষা।

Advertisement