Homeসব খবরজাতীয়করোনায় সকলকে উৎসাহ দিতে নাচলেন ঢামেক চিকিৎসকরা

করোনায় সকলকে উৎসাহ দিতে নাচলেন ঢামেক চিকিৎসকরা

সারাবিশ্ব স্থবির করে দিয়েছে মহামারি করোনাভাইরাস। করোনার এই সময়ে মানুষের আত্মবিশ্বাস ধরে রাখতে হাসপাতালেই নাচলেন চিকিৎসকরা। ভিডিওটি এরইমধ্যে প্রশংসা কুড়িয়েছে সব মহলে। নাচের পারফরম্যান্সে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কৃপা বিশ্বাস, ডাক্তার শাশ্বত চন্দন, ও ডাক্তার আনিকা হোসেন খান।

লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে নাচেন তারা। এর আগে ভারতের কেরালায় একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের আজকের এই ভিডিও ইতিবাচকভাবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশের সিনিয়র চিকিৎসকরা।

Advertisement