Homeসব খবরক্রিকেটওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল : তামিম

ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল : তামিম

আগামীকাল প্রথম ওয়ানডেতে চট্টগ্রামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগের অংশ হিসাবে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পছন্দের ফরমাট ওয়ানডে। কাগজে-কলমে ও সেটি বলে।

দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেটের থেকে বাইরে রয়েছে বাংলাদেশ। তাইতো আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে শুরুটা ভালো করতে চান তামিম ইকবাল। আজ ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, “জুলাইয়ে আমরা শেষ ওয়ানডে খেলেছি। প্রায় ছয়-সাত মাস পর এসেছি, সবাই রোমাঞ্চিত। সন্দেহ নেই এটি আমাদের অন্যতম পছন্দের ফরম্যাট। আপনারা যদি দেখেন এ বছর আমাদের বেশ কয়েকটা ওয়ানডে (সিরিজ) আছে। তাই আমরা রোমাঞ্চিত। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।”

তামিম আরও বলেন, “আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। এটাই আর কি। আমার কাছে মনে হয়, ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার ওপরে আছে, এটা ইতিবাচক দিক। সবাই ভালো করছে, ভালো খেলছে,.. এখন শুধু আমাদের দল হিসেবে এক হতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।”

টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ক্রিকেটের আফগানিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাইতো ভক্ত-সমর্থকদের একটাই চাওয়া আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার। কিন্তু তামিম ইকবাল সেটি মনে করছেন না। তিনি জানিয়েছেন শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ।

“৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি ঐ পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।”

Advertisement