Homeসব খবরবিনোদনঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন অভিষেক

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন অভিষেক

দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সুখেই কাটছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য জীবন। কিন্তু কয়েক দিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন রটেছে, ভেঙে যাচ্ছে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক! যদিও বিয়ের পর থেকেই একাধিকবার তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা শোনা গেছে। তবে সব জল্পনা উড়িয়ে সম্পর্ক এখনো অটুট রয়েছে তাদের।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, নতুন করে আবারও অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে ভাঙন নিয়ে কানাঘুষা চলছে। তবে বরাবরের মতো এবারও নিরব নেই জুনিয়র বচ্চন। এর আগে যতবারই এমন ঘটনা ঘটেছে প্রতিবারই তিনি রসিকতার ছলে পরিস্কার করেছেন নিজেদের সম্পের্কের কথা।

এবারও জল্পনার মাঝে স্ত্রীকে নিয়ে টুইট করলেন অভিষেক। তবে একটু ভিন্নভাবে। সম্প্রতি আম্বানীদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। কিন্তু সেখানে দেখা মেলেনি অভিষেকের। অথচ ওই অনুষ্ঠানে প্রাক্তন সালমানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন বচ্চন বধূ। এতেই শুরু হয় গুঞ্জন।

আম্বানীদের ওই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করেন বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ। যেখানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যাকে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’

সেই টুইটের পাল্টা জবাবে অভিষেক লেখেন, ‘আমারও প্রিয় মানুষেরা।’ আর এতেই সব পরিস্কার হয়ে যায়।

এর আগে ২০১৪ সালে দুজনের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সেই সময় অভিষেক টুইট করেন, ‘আমার নাকি ডিভোর্স হচ্ছে। এই খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ! দয়া করে এটাও বলে দিন যে আমি কবে দ্বিতীয় বিয়েটা করছি?’

তারকাদের নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে মাঝে মধ্যে গুঞ্জন সত্যি হিসেবেও ধরা দেয়।

Advertisement