Homeঅন্যান্যএ বছর দেখা মিলবে স্ট্রবেরি মুন

এ বছর দেখা মিলবে স্ট্রবেরি মুন

চলতি বছরের মাঝামাঝিতে দুর্দান্ত একটি মহাজাগতিক ঘটনা সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। জানা গেছে, জুনে দেখা যাবে স্ট্রবেরি মুন। এই মহাজাগতিক দৃশ্য সব সময় দেখা যায় না। এটি এ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ।
আগামী ২১ জুন, এই ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে। সলিসটাইস এরপর ২১ তারিখই প্রথম ‘ফুল মুন’ বা পূর্ণিমা। আর এই দিনই পূর্ণ আকার-আয়তনে পৌঁছাবে চাঁদ।

এবারের ফুল মুনকে কিন্তু সুপারমুন বলা হবে না। যদিও সাধারণ দিনে চাঁদের যে আয়তন থাকে, ২১ জুন তার থেকে কিছুটা বড়ই লাগবে চাঁদকে। স্প্রিং সিজন বা বসন্তের শেষ ফুল মুন কিংবা পূর্ণিমা এবং সামার সিজনের প্রথম পূর্ণিমায় এই ‘স্ট্রবেরি মুন’ দেখা যায়।

গত ২১ জুন থেকে উত্তর গোলার্ধে সামার সিজন শুরু হয়েছে। এই বিশেষ দিনে সবচেয়ে বড় দিন দেখা যায় উত্তর গোলার্ধে। সামার সলিসটাইসের সঙ্গে স্ট্রবেরি মুন সংযোগ ঘটে ২০ বছরে একবার।

২০২৪ সালে জ্যোতির্বিদ্যায় আগ্রহীদের জন্য বেশ দুর্দান্ত একটি বছর হতে চলছে। কারণ এ বছর আকাশে উল্কাপাত, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও দেখা মিলবে- সুপার মুন, ব্লাড মুন।

Advertisement