Homeঅন্যান্যএবার সেঞ্চুরির পথে মুড়িকাটা পেঁয়াজ

এবার সেঞ্চুরির পথে মুড়িকাটা পেঁয়াজ

প্রতিদিনই রাজধানীর বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। পর্যাপ্ত যোগান থাকলেও, মাত্র দুই দিনে মুড়িকাটা পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমায় দাম বাড়ছে পেঁয়াজের। পুরাতন দেশি পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজ সেঞ্চুরি করেছে আগেই। এবার একই পথে হাঁটছে মুড়িকাটা পেঁয়াজ। রাজধানীর বাজারে প্রতিকেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকায়।

বিক্রেতারা অভিযোগ করে বলছেন, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায়, কিছু অসাধু ব্যবসায়ী এ সুযোগে দাম বাড়িয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজিতে। দুই দিন আগেও এর দাম ছিল ৮০ টাকা। পুরাতন দেশি পেঁয়াজ ১২০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ১০০ থেকে ১১০ টাকা। ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি। যা গত সপ্তাহে ছিলো ৯০ থেকে ৯৫ টাকা কেজি।

পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য পণ্যের দামও। এক সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। নতুন আলু অবশ্য বিক্রি হচ্ছে আগের দরে, ৪৫ থেকে ৫০ টাকা।

এদিকে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ২০০ টাকা। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩১০ টাকা। লোকসানের অজুহাত দেখিয়ে ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস। খাসির মাংসের কেজি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, ভরা মৌসুমেও বাজারে শীতকালীন সবজির দামও বেশি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সিম, চিচিংঙ্গার কেজি ৮০, বেগুন- করল্লা ১২০ ও পেপে-শালগম- মুলা কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। নিত্যপণ্যের এই বাড়তি দামে বিপাকে সাধারণ মানুষ। দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান তারা।

Advertisement