Homeসব খবরজাতীয়এবার সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১১ জনের করোনা...

এবার সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১১ জনের করোনা পজেটিভ

সাতক্ষীরার তিনটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ৩০০ বাংলাদেশির মধ্যে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই গত ৭মে বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে দেশে ফেরে।

জানা গেছে, যশোরের কোয়ারেন্টাইন সেন্টারে জায়গা না থাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের সাতক্ষীরার তিনটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ মঙ্গলবার (১৮মে) ১১ জনের করোনা পজেটিভ এসেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

Advertisement