Homeসব খবরজেলার খবরএবার শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

এবার শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

আগাম শীতকালীন শাক সবজি চাষ করে কৃষক লাভবান হয়ে থাকে। তাই কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। ঠাকুরগাঁওয়ে শীতকালীন সবজি চাষের ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে জেলার হরিপুরের কৃষকরা অধিক লাভের আশায় শীতকালীন আগাম শাক-সবজির চাষ শুরু করেছেন। মাঠে-মাঠে এখন শীতকালীন নানা ধরনের শাক, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউসহ নানা সবজি চোখে পড়ছে।

কৃষক শামস উদ্দিন বলেন, আমি প্রতি বছরে ৩-৪ বিঘা জমিতে আগাম সবজির চাষ করি৷ তবে এ বছর অর্থিক সংকটের কারণে আমি আড়াই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি৷ ফলন ভালো হলে লাভবান হতে পারবো বলে আশা করছি।

আরেক কৃষক খাইরুল আলম জানান, তিনি শীতকালীন সবজি মুলা এক বিঘা জমিতে চাষ করেছেন। আশা করছেন দশ থেকে বার দিনের মধ্যে মুলা বাজার জাত করতে পারবেন তিনি। আগাম চাষ করায় বাজারে সবজির ভালো দামের আশা করছেন তিনি।

উপজেলার কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে হরিপুর উপজেলায় শীতকালীন সবজি ইতিমধ্যে চাষাবাদ শুরু হয়েছে ৷ যারা আগাম সবজি চাষ করেছে, তারা ভালোই লাভবান হচ্ছেন। বেশি দামে বিক্রি করতে পারছে বলে খুশি কৃষকরা।

Advertisement