Homeসব খবরবিনোদনএবার শাবনূরের সিনেমায় ফজলুর রহমান বাবু

এবার শাবনূরের সিনেমায় ফজলুর রহমান বাবু

নন্দিত অভিনেত্রী শাবনূর ‘রঙ্গনা’ দিয়ে সিনেমায় ফিরছেন। এটি হতে যাচ্ছে তার কামব্যাক ছবি। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সেই ছবির ফার্স্টলুক পোস্টার! আর এবার জানা গেল, ছবিতে যুক্ত হলেন হাল সময়ের দাপুটে অভিনেতা ফজলুর রহমান বাবু।

শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ পরিচালনা করছেন নির্মাতা আরাফাত হোসাইন। এই ছবিতে যুক্ত হয়ে বাবু বলেন, একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যত জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না তার প্রস্তুতি এবং গল্প দেখি।

ছবিতে অভিনয় করতে অস্ট্রেলিয়া থেকে গেল মাসেই বাংলাদেশে এসেছেন শাবনূর। নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতার প্রাথমিক পরিকল্পনা।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তার কোনো আভাস দেননি নির্মাণ সংশ্লিষ্টরা। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Advertisement