Homeসব খবরজেলার খবরএবার লালমোহনে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

এবার লালমোহনে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

দেশের গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে ভোলার লালমোহন উপজেলায় রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার মাঠে শত শত মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. রুহুল আমিন।

নামাজ শেষে নাজিরপুর লতিফিয়া দরবার শরিফের পরিচালক মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন খুতবা দেন। খুতবা শেষে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় সারাদেশে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে কান্নাজড়িত কন্ঠে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

নামাজে অংশ নেয়া স্থানীয় হাসনাইন আহমেদসহ কয়েকজন মুসল্লি বলেন, গরমে খুব কষ্টে রয়েছি। এমনকি এই গরমে পশু-পাখিরাও কষ্টে আছে। মাঠের ফসলগুলোও নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের এই কষ্ট দূর করে মহান আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, তাই সকলে মিলে ইসতিসকার নামাজ আদায় করেছি।

Advertisement