Homeসব খবরবিনোদনএবার মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

এবার মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) একটি ভিডিওর মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন এই গায়িকা। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। তার ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন ‘দ্বিধা’ গানের এই শিল্পী।

মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেন ন্যানসি। ন্যানসি তার অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। তার আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা।

Advertisement