Homeসব খবরবিনোদনএবার মাহফুজের নায়িকা পরীমণি

এবার মাহফুজের নায়িকা পরীমণি

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ দীর্ঘ ৮ বছরের বিরতি ভেঙ্গে ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন। ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এরই মধ্যে মাহফুজ-ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। ওটিটি দুনিয়ায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। আর সেই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো মাহফুজের জুটি হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরীমণি।

নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন ‘প্রহেলিকা’ নির্মাতা চয়নিকা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে তিনি বললেন, ‘হ্যাঁ, মাহফুজকে নিয়ে এবার একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি। চিত্রনাট্য ডেভেলপিংয়ের কাজ চলছে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।’

চয়নিকা চৌধুরী আরও জানান, ওয়েব ফিল্মটি নির্মিত হবে থ্রিলারধর্মী রোমান্টিক গল্পে। এতে ‘সুপারস্টার চিত্রনায়িকা’ রূপে দেখা যাবে পরী মণিকে। তাঁকে ঘিরে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির কাহিনি। মুখ্য চরিত্রে আরও একজন অভিনেতাকে দেখা যাবে, যা এখনো চূড়ান্ত নয়।

এদিকে, সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্মাতা চয়নিকার চৌধুরীর জন্য ছিল বিশেষ একটি দিন। ২০০১ সালের এই দিনে পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু তাঁর। সেই হিসেবে পরিচালনায় এই নির্মাতার ২২ বছর পূর্ণ হলো। তাঁর প্রথম পরিচালিত নাটকের নাম ‘শেষবেলায়’। আর টেলিভিশনের পর্দায় প্রথম প্রচারিত নাটকটি ছিল ‘একজীবনে’।

বিশেষ এই দিনটিতে আবুল হায়াত, রুমানা রশিদ ইশিতা, জয়া আহসান, সতীর্থ রহমান, তমালিকা কর্মকার, শাহেদ শরীফ খান, তাজিন আহমেদসহ আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবেগাপ্লুত হয়ে পরিচালনায় দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে কতগুলো বছর মানে ২২ বছর শেষ হয়ে গেলো। কিন্ত পথটা এত সহজ ছিল? ছিল না কখনোই। অনেক ভালোবাসা, যত্ন ছাড়াও অনেক কষ্ট, অপমান, দুঃখও ছিল। তীব্র আঘাত আমাকে এইখানে দাঁড়া করিয়েছে। যারা আমাকে কষ্ট, আঘাত, অপমান, অবজ্ঞা করেছেন তাদেরকে আজকের দিনে ধন্যবাদ দিতে চাই। তা না হলে আমার ভেতরে হয়তো এমন শক্তি আসতো না! অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি।তাঁর অনুমতি ছাড়া কিচ্ছু হয় না। ধন্যবাদ আমার পরিবারকে।’

Advertisement