Homeসব খবরবিনোদনএবার মধ্য রাতে অসহায় মানুষের পাশে সাহরি নিয়ে হিরো...

এবার মধ্য রাতে অসহায় মানুষের পাশে সাহরি নিয়ে হিরো আলম

গানে কণ্ঠ দেয়া, ভিডিওতে মডেল হওয়া, সিনেমা নির্মাণ ও অভিনয় করা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আলোচিত এক নাম হিরো আলমকে। তবে এসবের বাইরে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে। মাসখানেক আগেই নিজের নামে ফাউন্ডেশন গড়বেন বলে জানিয়েছিলেন তিনি।

কথা অনুযায়ী ‘হিরো আলম ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনও গড়েন। সেখান থেকে মানুষদের সহায়তার চিত্র ফেসবুকে বিভিন্ন সময় তুলে ধরেছেন তিনি। এবার আলোচিত এ ব্যক্তিকে মধ্য রাতে সাহরি নিয়ে অসহায় মানুষের পাশে দেখা গেল।

গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে দেখা যায়, মধ্য রাতে অসহায় মানুষদের সাহরির খাবার দিচ্ছেন তিনি। রাজধানীর মালিবাগ এলাকায় রাস্তার ফুটপাতে শুয়ে থাকা মানুষ ও রাস্তায় চলাচল করা দিনমজুরদের হাতে সাহরির খাবার তুলে দেন হিরো আলম।

এর আগে হিরো আলম জানিয়েছিলেন, রমজানে প্রতি রাতে অসহায় মানুষদের খাবার দেবেন তিনি। তবে সেটা তার সাধ্যমতো। কথামত অসহায় মানুষদের খাবার দিচ্ছেন তিনি।

Advertisement