Homeসব খবরক্রিকেটএবার ভক্তদের রোষানলে সাকিব, শুনলেন দুয়োধ্বনি

এবার ভক্তদের রোষানলে সাকিব, শুনলেন দুয়োধ্বনি

হঠাৎ বিশ্বকাপের মাঝে দেশে এসে ভক্তদের রোষের মুখে পড়েছেন সাকিব আল হাসান। নানা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিভিন্ন ইস্যুতে বিতর্ক-সমালোচনা হলেও এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি টাইগার অধিনায়ককে।

গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেন দেশের পথ। নিজের রানের খরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে আসেন টাইগার অধিনায়ক। বুধবার অনুশীলন করেছেন। ছিলেন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক ভক্তদের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার। এসময় উপস্থিত সমর্থকরা সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেয়। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থান ত্যাগ করেন টাইগার অধিনায়ক।

এর আগে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টায় এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।

Advertisement