Homeসব খবরবিনোদনএবার ‘বেস্ট ব্যান্ড’ এর পুরস্কার পেয়ে মেসিকে অনুকরণ সুমির!

এবার ‘বেস্ট ব্যান্ড’ এর পুরস্কার পেয়ে মেসিকে অনুকরণ সুমির!

প্রায় ১০ মাস আগে বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় মেসির আর্জেন্টিনা। যে কাপ নিয়ে পরবর্তীতে মেসি বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। নিজের বিছানায় শুয়ে, বসে দেয়া কাপ নিয়ে মেসির বিভিন্ন ধরনের পোজ সেসময় ভাইরাল হয়! চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড জিতে মেসিকে অনুকরণ করে সেভাবেই মজা করে কয়েকটি ছবি চিরকুটের সুমিও ভক্তদের সাথে ভাগ করে নেন!

গত বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসে সংগীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ‘সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। ১৮ তম আসরে ‘সেরা ব্যান্ড’ এর পুরস্কার জিতে নেয় চিরকুট! আর এবারের পুরস্কার পেয়ে মেসিকে অনুকরণ করলেন চিরকুট এর দলনেতা সুমি!

এদিকে, মজা করে সঙ্গে জুড়ে দেন দারুণ ক্যাপশন! সুমি লিখেন, “শিরায় শিরায় রক্ত, আমরা মেসি ভাইয়ের ভক্ত! মেসি ভাই প্রথমবার বিশ্বকাপ জেতার পর রাতে তাঁর ঘুম ভালো হইসিল। তিনি জুস খেয়েছিলেন, রিল্যাক্স করেছিলেন। তাই গতরাতে ৩য় বারের মত চ্যানেল আই-সানসিল্ক মিউজিক অ্যাওয়ার্ডস-এ চিরকুট “বেস্ট ব্যান্ড” অ্যাওয়ার্ড জেতার খুশিতে ভাইয়ের মতই আমাদেরও রাতে বেশ ভাল ঘুম হয়েছে এবং আমরাও জুস খেয়েছি ও চিল করেছি।”

Advertisement