Homeসব খবরজেলার খবরএবার পাথরঘাটায় আলুর বাম্পার ফলন

এবার পাথরঘাটায় আলুর বাম্পার ফলন

পাথরঘাটা উপজেলার ইউনিয়ন গুলির মধ্যে কালমেঘা ও কাকচিড়া ইউনিয়নের মাটিতে আলুর উৎপাদন বেশি হওয়ায় দুই এলাকায় কৃষকরা বেশি আলু চাষ করে থাকে। উপকূলীয় অঞ্চল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আলু চাষীরা বৈরী আবহাওয়ার মধ্যে আশা অনুরূপ আলুর ফলন পেয়ে চাষিদের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে, উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ৫০০ হেক্টর। কিন্তু আলু চাষ লাভজনক হওয়ায় এবছর উপজেলায় ৫৩০ সেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এই জমি থেকে উৎপাদিত আলুর পরিমান ১৪ হাজার মেট্রিক টন।

স্থানীয় আলুচাষী সাথে কথা বলে জানা যায়, গত মার্চ মাসে কালবৈশাখী ঝড়ে বৃষ্টির কারণে কিছু আলুতে পানি জমে নষ্ট হয়ে গেলেও বাজারে আলুর দাম ভালো থাকায় তারা লাভবান হবে।

উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন বলেন, পাথরঘাটায় আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোর এর ব্যবস্থা হলে পাথরঘাটা কৃষকরা আলু চাষে উৎসাহিত হতো এবং সঠিক সময় সঠিক মূল্যে আলু বিক্রি করতে পারত। বিগত বছরের চেয়ে এ বছর আলুর ফলন ভালো।

Advertisement