Homeসব খবরক্রিকেটএবার ডাবল সেঞ্চুরির পথে তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়

এবার ডাবল সেঞ্চুরির পথে তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়

প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তে দেখা পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়। নর্থ জোনের করা ৩৮৫ রানের জবাবে সাউথ জোন ৩ উইকেটে করেছে ৩৫০ রান। মঙ্গলবার তৃতীয় দিন সারাদিন বোলিং করে একটি উইকেট পেয়েছে নর্থ জোন।

সেঞ্চুরি পাওয়া অমিত হাসান ১৩১ রানে আউট হয়েছেন। আরেক সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় ডাবলের পথে দুরন্ত গতিতে এগোচ্ছেন। ১৫৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি। ২২ গজে একেবারেই টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন দুজন। তাদের মনোবলে একটুও চিড় ধরাতে পারেননি শরীফউল্লাহ, সানজামুল, শফিকুলরা।

অনায়াসে রান তুলেছেন। ধৈর্য দেখিয়ে ওভারের পর ওভার উইকেটে টিকে ছিলেন। অমিত ১৩১ রান করেছেন ৩৭৩ বলে। বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১২টি। অপরাজিত থাকা তৌহিদ হৃদয় ২৮৬ বলে করেছেন ১৫৯ রান। ১৩টি চারের সঙ্গে ৩টি ছয় হাঁকিয়েছেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে ২৫৮ রান যোগ করেছেন তারা। শরীফউল্লাহ অমিতকে ফিরিয়ে ভাঙেন তাদের প্রতিরোধ। তৌহিদের সঙ্গে ১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন জাকির হাসান। লিড নিতে তাদের প্রয়োজন আরো ৩৫ রান। দুই দলের ম্যাচ ড্রয়ের পথে এগোচ্ছে। নাটকীয় কিছু না হলে এ ম্যাচে ফল পাওয়া কঠিন।

Advertisement