Homeসব খবরবিনোদনএবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন কাজল আরেফিন অমি

এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন কাজল আরেফিন অমি

‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন বছরের শুরুতে এই নির্মাতা দর্শকদের জন্য নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’।

আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়েই নয়, দর্শকদের উপহার দিয়েছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ, ওয়েব সিরিজসহ অনেক কিছু। তার প্রতিটি কন্টেন্ট পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। ব্যাচেলর পয়েন্ট-এর কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, বোরহান ভাই, অন্তরা, ইভার পাশাপাশি সৃষ্টি করেছেন এতিম আকবর ও বডি সোহেলদের মতো দারুণ জনপ্রিয় কিছু চরিত্র।

নতুন বছরের শুরুতে অমি নিয়ে আসছেন দর্শকদের জন্য তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। দেশ ও প্রবাসের দর্শকদের কাছে তিনি মূলত কমেডি ঘরানার নাটকের পরিচালক হিসেবে পরিচিত হলেও ‘অসময়’-এ কমেডির পাশাপাশি বর্তমান সমাজের কিছু দিক নিয়ে কথা বলেছেন।

ফিল্মটি ২০২৪ সালের জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ পাওয়ার কথা রয়েছে। ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেয়েছে হয়েছে গেলো পহেলা জানুয়ারি ২০২৪-এ।

Advertisement