Homeসব খবরজেলার খবরএবার আসছে শৈত্যপ্রবাহ, যেদিন থেকে শুরু হতে পারে

এবার আসছে শৈত্যপ্রবাহ, যেদিন থেকে শুরু হতে পারে

আবহাওয়াবিদ ওমর ফারুক শুক্রবার বেলা ১১টার দিকে জানান, শনিবার থেকে শীত বাড়তে পারে। ১১ কিংবা ১২ ডিসেম্বর (সোম অথবা মঙ্গলবার) থেকে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দেশে শনিবার থেকে শীত বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, সোম কিংবা মঙ্গলবার থেকে কিছু এলাকায় দেখা যেতে পারে শৈত্যপ্রবাহ।

রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক শুক্রবার বেলা ১১টার দিকে জানান, শনিবার থেকে শীত বাড়তে পারে। ১১ কিংবা ১২ ডিসেম্বর (সোম অথবা মঙ্গলবার) থেকে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দেশের কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

কুয়াশা নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, ‘মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

তাপমাত্রার বিষয়ে বলা হয়, ‘সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৪) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।’

Advertisement