Homeসব খবরক্রিকেটএবাদত নিজের যোগ্যতা প্রমাণ করেছে : লিটন দাস

এবাদত নিজের যোগ্যতা প্রমাণ করেছে : লিটন দাস

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। আর ম্যাচ বাঁচাতে প্রাণপন লড়ছে স্বাগতিক নিউজিল্যান্ড। আর এটি সম্ভব হয়েছে মূলত বাংলাদেশের পেসার এবাদত হোসেনের সৌজন্যে। চতুর্থ দিনের শেষ বিকেলে নিজের ৭ ডেলিভারিতে ৩ উইকেট তুলে নেন এবাদত। এতে ১৩৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। আর চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।

এবাদতের পারফরমেন্সে খুশি পুরো বাংলাদেশ দল। দিনের খেল শেষে এবাদতের প্রশংসা করেছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তিনি বলেন, ‘এবাদতের হয়তো গড় একটু বেশি, ইকোনোমিও একটু বেশি ছিল, কিন্তু তার যে যোগ্যতা আছে, সে যে ভালো বোলার, সেটি সে আজ প্রমাণ করেছে। সামনেও সে প্রমাণ করবেবলে আমি আশাবাদী।’

লিটন আরও বলেন, ‘আমাদের যতগুলো বোলার বল করেছে সবাই একই লেন্থে, আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করেছে। এবাদত আজকে দুর্দান্ত ছিল। তার দু’টো স্পেলই চমৎকার ছিল। আমার মনে সে একই জায়গায় বল করার কারণে অনেক সহায়তা পেয়েছে। তার ব্রেু-থ্রুু আমাদের দলকে অনেক অনুপ্রাণিত করেছে।’

এবাদতকে টেস্টে আরও সময় দেয়া উচিত বলে মনে করেন লিটন। তিনি বলেন, ‘আমার মনে হয় তাকে একটু সময় দেওয়া উচিত। আমি যা দেখলাম, সে ম্যাচ খেলেছে ১১ বা ১২টি (চলতি টেস্টসহ ১১টি)। আমার মনে হয় একটা টেস্ট খেলোয়াড়ের ১৫-১৭ ম্যাচ লাগে তার অভিজ্ঞতাটা অর্জন করতে। তাই আমার মনে হয়, তাকে সময় দেওয়া উচিত। সামনেও সে প্রমাণ করবে, এই বিষয়ে আমি বেশ আশাবাদী।’

প্রথম ইনিংসে ১৮ ওভারে ৭৫ রানে ১ এবং এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

Advertisement