Homeসব খবরবিনোদনএত বড় ভূমিকম্প আগে অনুভব করেননি অপি করিম

এত বড় ভূমিকম্প আগে অনুভব করেননি অপি করিম

আজ শনিবার সকাল ৯টা ৩৫মিনিটে ভূকম্পন অনূভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ভূমিকম্পের সময় অন্য অনেকের মতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ফেসবুকে লিখেছেন, এত বড় ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি!

চলতি বছরে এখন পর্যন্ত ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে দেশে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement