Homeসব খবরক্রিকেটএখন আমাদের সেরা কিপার সোহান : পাপন

এখন আমাদের সেরা কিপার সোহান : পাপন

অনেক দিন ধরেই জাতীয় দলে উইকেটকিপারের ভূমিকায় নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সর্বশেষ তিনি উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন জিম্বাবুয়ে সফরে। এরপর থেকে কেবল ব্যাটার হিসেবেই খেলে যাচ্ছেন মুশফিক। আর উইকেটের পেছনে টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও টেস্টে লিটন দাস দায়িত্ব পালন করছেন। ব

লা হয়ে থাকে, মুশফিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে উইকেটকিপারের গ্লাভস সোহানের হাতে দেয় টিম ম্যানেজম্যান্ট। যা নিয়ে সংবাদমাধ্যমগুলোতেও ব্যাপক লেখালেখি হয়েছে। নতুন করে আবারও প্রসঙ্গটি নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। এতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি বস।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, ‘কিপিং (মুশফিকের) গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে, এটার মানে কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে সেটা কি আমরা দেখতে পারবো না? এটা যেই করুক, তারা কি যাচাই করতে পারে না যে আমাদের হাতে আর কোন অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী?’

টিম ম্যানেজমেন্ট সোহানকে নিয়ে কিপিংয়ে যাচাই-বাছাই করায় কোনো ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা তো নেই, তার পজিশনও নষ্ট হচ্ছে না। সোহান কিপিং করেছে, ও কি খারাপ করছে? না, অবশ্যই সে সেরা। একটা জিনিস বলে রাখি, আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি কিপিং না করতো তখন এটা কীভাবে দেখতাম?’

Advertisement