Homeসব খবরজাতীয়এখনও লকডাউনের সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

এখনও লকডাউনের সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনার সংক্রমণ। তবে এখনও লকডাউনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে ৩ মাসের মধ্যে দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন গেলো ২৪ ঘন্টায়। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৭ জন। শনাক্ত বিবেচনায় এই হার ১০ দশমিক চার পাঁচ শতাংশ। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এরমধ্যে পুরুষ ১২ জন আর মহিলা ৪ জন। ১৬ জনই মারা গেছেন হাসপাতালে। ফলে এই ভাইরাসে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ হাজার ৬২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বলছে, সারা দেশে করোনা রোগীর জন্য হাসপাতালে শয্যা আছে ১০ হাজার ৪০৮টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ১টি। আর মোট ৫৫৮টি আইসিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৮৬ জন।

Advertisement