Homeসব খবরবিনোদনএখনও একটা ভাঙা ঘরের মধ্যে সবাই আছি, কষ্টের কথা...

এখনও একটা ভাঙা ঘরের মধ্যে সবাই আছি, কষ্টের কথা জানালেন ‘বাদাম কাকু’

‘কাঁচা বাদাম’ গানের জন্য এখন জগত জোড়া পরিচিতি ভুবন বাদ্যকরের? তবে পরিবার নিয়ে খুব একটা ভালো নেই এই বাদাম বিক্রেতা। সেসব কথা ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে শোনালেন তিনি। বীরভূমের কুড়ালজুলির ভুবন বাদ্যকর চলতি মাসের শুরুতেই ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাঁচা বাদাম খাওয়ান তিনি। সঙ্গে ভাগ করে নেন সুখ-দুঃখের কথা।

গান ভাইরাল হলেও সংসারের হাল কি ফিরেছে? সৌরভের প্রশ্নে তিনি বলেন, ‘একটা ভাঙা ঘরের মধ্যে সবাই আছি। দাদা, বৌদি, তাদের ছেলে মেয়ে, বউ, বেটা, নাতি-পুতি; সবাই একটা ঘরেই আছি। ছোট থেকে খেটে খেয়েছি। সংসারে অভাব। প্রতিদিন কাজ পাওয়া যাচ্ছে না, একদিন খাটছি, পাঁচদিন বসে। এরপর বাদাম বিক্রি শুরু করলাম।’

‘কাঁচা বাদাম’ গানের জন্ম কীভাবে? জবাবে ভুবন বাদ্যকর বলেন, একদিন গুদামে গিয়েছিলাম। তখন দেখলাম ওখানে মাথার ছেঁড়া চুল নিচ্ছে, হাঁসের পালক নিচ্ছে, সিটি গোল্ডের গহনা নিচ্ছে, ভাঙা মোবাইল নিচ্ছে। তখন থেকে ওগুলো নিতে লাগলাম বাদামের বদলে। তারপর বলতাম, তখন ওগুলো সেটিং করলাম।

এদিকে গত বৃহস্পতিবার ‘গোধূলি’ নামে এক মিউজিক কোম্পানি ভুবনের থেকে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট কিনেছে ৩ লাখ রুপিতে। এরপরই বাদাম কাকু ঘোষণা করেছেন তিনি আর বাদাম বিক্রি করবেন না না, এবার থেকে গায়ক হিসেবেই ক্যারিয়ার গড়বেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement