Homeসব খবরবিনোদনবাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে এক হাস্যকর স্ট্যাটাস দিলেন ফজলুর...

বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে এক হাস্যকর স্ট্যাটাস দিলেন ফজলুর রহমান

৭ ম্যাচে মাত্র ১ জয়ে সবার আগে বিশ্বকাপ শেষ বাংলাদেশের। আইসিসি সুপার লিগের প্রতিযোগিতায় সেরা তিন দলের একটি হয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। মনে করা হয়েছিল, এবার বিশ্বকাপে সেমিফাইনালে না গেলেও প্রতিপক্ষ দলগুলোর ঘাম ছুটিয়ে দেবেন সাকিব আল হাসানরা। কিন্তু হচ্ছে তার উল্টোটা।

পাকিস্তানের কাছে হেরে চূড়ান্ত হয়ে গেছে বিদায়। কেন সফলতা পাচ্ছে না বাংলাদেশ? পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর ভাগ্যকে দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এ রকম কখনোই হয়নি। আমাদের লাক ফেভার করছে না। সবাই চেষ্টা করছে, অনুশীলন করছি, পরিকল্পনা করছি; কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব।’

এর আগে এদিকে, বাংলাদেশ দলের ধারাবাহিক এই পরাজয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে সমালোচনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেট বৌদ্ধারা। দলটির পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে শুরু হয়েছে হাস্যরস। কেননা, ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ বিশ্বকাপে এখন তালিকার তলানিতে অবস্থান সাকিবদের।

এ নিয়ে অন্য সবার মতো রসাত্মক একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। গত (৩১ অক্টোবর) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে এ অভিনেতা লিখেছেন, ‘জীবন বাজি রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে। সবাই হাত তুলে দোয়া করবেন।’

আর অভিনেতার এ ধরনের স্ট্যাটাসে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। তারাও হাস্যরসভাবে নিয়েছেন বিষয়টি। তবে কেউ প্রশ্নও করেছেন। একজন লিখেছেন, ‘ভাই আপনিও?’

Advertisement