Homeসব খবরবিনোদনএক ফ্রেমে ‘দুই রাজা’!

এক ফ্রেমে ‘দুই রাজা’!

ইনস্টাগ্রামে সম্প্রতি এ আর রহমান একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার পাশে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এই ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

ছবিতে দুজনকেই কালো পোশাকে দেখা গেছে। ক্যামেরার দিকে হাসি মুখে তাকানো দুই তারকাই। জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে তোলা এই ছবির ক্যাপশনে এআর রহমান লিখেছেন। ‘আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল জেদ্দা। আমাদের সবার খুব ভালো লেগেছে এখানে এসে।’

এআর রহমানের এই ছবির কমেন্ট বক্স ভেসে গেছে ভক্তদের ভালোবাসায়। একজন লিখেছেন ‘দুই রাজা।’ আরেকজন লিখেছেন, ‘এক ফ্রেমে দুই গেম চেঞ্জার।’

শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন ‘ডানকি’ ছবির কাজ নিয়ে। সৌদি আরবে এই ছবির শুটিং শেষ করেছেন সম্প্রতি। ‘পাঠান’ মুক্তিরও বেশি সময় বাকি নেই। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা।

সূত্র: এনডিটিভি

Advertisement