Homeসব খবরক্রিকেটএকাদশ সাজান কোচ-অধিনায়করা, দোষ হয় নির্বাচকদের : নান্নু

একাদশ সাজান কোচ-অধিনায়করা, দোষ হয় নির্বাচকদের : নান্নু

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। এমন পারফরম্যান্সের দায় সবচেয়ে বেশি দেয়া হয়েছে নির্বাচকদের। যদিও এই সমালোচনা নিয়ে এতদিন মুখ খুলেননি নির্বাচকরা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন দল সাজান কোচ-অধিনায়ক কিন্তু দায় দেয়া হয় শুধু তাদের।

সমালোচকদের উদ্দেশ্যে নান্নু বলেছেন, ‘একাদশ নিয়ে নির্বাচকরা পরামর্শ দিতে পারে। মাঠে কারা খেলবে এর চূড়ান্ত সিদ্ধান্ত কোচ ও অধিনায়ক নেন। সকালে তারা পিচ দেখতে পারে, আমরা নির্বাচকরা কিন্তু এখন ঐ জায়গায় যেতে পারি না। একাদশের সিদ্ধান্ত তারাই নেয়। এটা নিয়েও নির্বাচকদের দোষ দেওয়া হয়।’ নান্নু জানিয়েছেন, দল নির্বাচনের যেসব প্রক্রিয়া রয়েছে সেসব প্রক্রিয়া মেনেই তারা দল দেন। সেই সঙ্গে দল নির্বাচনের দুটি স্তর প্রসঙ্গেও খোলাসা করেছেন তিনি। প্রথম স্তরে প্রধান কোচের সঙ্গে নির্বাচকদের আলোচনা হয়, এরপর অধিনায়কের সঙ্গে।

দল চূড়ান্ত করে এটা দেয়া হয় ক্রিকেট পরিচালনা বিভাগকে। এরপর সেটি বোর্ড সভাপতির অনুমতি পেলেই চূড়ান্ত করা হয় স্কোয়াড। এখানে নির্বাচকদের খুব বেশি দায় দেখছেন না প্রধান নির্বাচক। দল জিতলে এগুলো নিয়ে কেউ আলোচনা করেন না বলেও অভিযোগ নান্নুর।

তিনি বলেন, ‘এটা সমালোচনা না, সিস্টেমই এটা। আমি অধিনায়ক, কোচকে বাদ দিয়েতো দল প্রস্তুত করতে পারবোনা। এরপর ক্রিকেট পরিচালনা বিভাগ হয়ে বোর্ড সভাপতির কাছে আসে। ৫ টা স্তর হয়ে দল নির্বাচন হয়। এখন দল খারাপ করলে সব দিক দিয়ে সমালোচনা হয়। যখন জিতে তখন কিন্তু কোনো সমালোচনাই করা হয়না।’

Advertisement