Homeসব খবরবিনোদনএকজন বাংলাদেশি হিসেবে আমি র‍্যাবের পাশে আছি ও থাকব...

একজন বাংলাদেশি হিসেবে আমি র‍্যাবের পাশে আছি ও থাকব : নুসরাত

পুলিশের অ্যালিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাশে আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একই সঙ্গে চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দেওয়ায় র‍্যাবের কৃতিত্বকেও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

সোমবার (২০ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে বিষয়টি জানান ‘শাহেনশাহ’খ্যাত এই অভিনেত্রী।

একটি ছবি প্রকাশ করে ফারিয়া ক্যাপশনে লেখেন, ‘আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ন। অশ্লীল নায়ক-নায়িকারা ছিল সেলেব্রিটি, আর সুস্থ ধারার শিল্পীরা ছিল নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সেসময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে। আমি সেসময় চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কি দুর্বিষহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময়!’

তিনি আরও লেখেন, ‘সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‍্যাবের কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে।’

সবশেষে ফারিয়া লেখেন, ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর নাই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‍্যাবের পাশে আছি এবং থাকব। নাগরিক হিসেবে আমি র‍্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি। ’

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এই সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Advertisement