Homeসব খবরক্রিকেটএই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে : মিরাজ

এই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে : মিরাজ

আগামীকাল মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। তবে এই ম্যাচকে সামনে রেকে নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম টাইগাররা। ব্যাটিং ও বোলিংয়ের ফিল্ডিংয়ের পাশাপাশি আজ অনুশীলন করেছে ক্রিকেটাররা। দলীয় অনুশীলন শেষে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার এই অলরাউন্ডারের দাবি আইরিশদের বিপক্ষে পূর্ণশক্তির দলই খেলবে। একই সঙ্গে জানালেন দলের সবাই রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে।

আয়ারল্যান্ডের বিপক্ষে এক মাত্র টেস্টে মঙ্গলবার সকালে নামছে বাংলাদেশ দল। মিরাজ যেমনটা বলছিলেন, ‘একটা জিনিস দেখেন যে, অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় ৩-৩.৫ মাস পর। অবশ্যই আমরা পূর্নশক্তির দল খেলছি। এর আগে হয়তো আমাদের সবার একসঙ্গে খেলা হয়নি অনেকদিন। হয়তো অনেকে ছিল, অনেকে ছিল না। তবে এই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে। আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই খেলার মধ্যে আছে, খুবই ভালো টাচে আছে।’

মিরাজ আরও বলেন, ‘যেহেতু আমাদের হোম কন্ডিশন। যেটা আমরা সবসময় বলে আসছি স্পিন দিয়ে আমরা ভালো করি। তবে সুযোগ পেস বোলারদের জন্যও থাকবে। যেহেতু উইকেটটা আমরা দেখেছি, ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সবাই আমরা ভালো করতে পারি, ব্যাটাররা, পেস বোলাররা এবং স্পিনাররাও।

Advertisement