Homeসব খবরজাতীয়এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে পরীক্ষা হবে। এবারের পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী। এবার করোনা সতর্কতায় পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ফল দেয়া হয়। এ বছর পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে অটল ছিল শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে, পরীক্ষা হবে ২ হাজার ৬২১টি কেন্দ্রে।

প্রস্তুতির সময় কম পাওয়ায় এবার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। পরীক্ষা নেয়া হবে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর। বাকি বিষয়ের মূল্যায়ণ হবে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে। শিক্ষাবোর্ড জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ।

Advertisement