Homeসব খবরবিনোদনঈদে শপিং না করার ঘোষণা দেওয়া মাহি কিনলেন ৬০...

ঈদে শপিং না করার ঘোষণা দেওয়া মাহি কিনলেন ৬০ লাখ টাকার গাড়ি

করোনা ভাইরাসে বিনোদন অঙ্গনসহ দেশে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিবার ও নিজেকে করোনামুক্ত রাখতে এবার ঈদের জন্য শাপিং না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার এ সিদ্ধান্তের কথা জানান ঢাকাই ছবির এ নায়িকা। খবরটি প্রকাশের পরের দিনই এই অভিনেত্রি ৬০ লাখ টাকায় নতুন গাড়ি ক্রয় করেছেন বলে জানা গেছে।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাড়ির ব্র্যান্ড টয়োটা হ্যারিয়ার। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেল এটি। বিলাসবহুল গাড়িটি কিনতে মাহিকে গুনতে হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই। জানা যায়, এক স্কুল বন্ধুর শোরুম থেকে গাড়িটি কিনেছেন ‘অগ্নি’-খ্যাত নায়িকা। ফেইসবুকে সম্প্রতি গাড়ির ছবি ও ভিডিও দিলেও এটি মূলত দেড় মাসে আগে অর্ডার করেছিলেন। এর আগে মাহি চালাতেন মিৎসুবিশির ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। যার বাজার মূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা।

মাহির শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স থাকায় তিনি অধিকাংশ জায়গায় নিজে ড্রাইভ করেন। শুটিং না থাকলে কিংবা শুটিংয়ের ফাঁকা সময়ে বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন। মাহি অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘যাও পাখি বলো তারে’, ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজী’।

Advertisement