Homeসব খবরক্রিকেটইয়ান বোথাম, স্যার গ্যারি সোবার্সকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে...

ইয়ান বোথাম, স্যার গ্যারি সোবার্সকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের বিপদের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে হাল ধরেছেন সাকিব আল হাসান। সাকিবের ব্যাটিং-এর উপর ভর করে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের ড্রয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ।

যেখানে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসাবে টেস্ট ক্রিকেটে চার হাজার রান এবং ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শাকিব। পেছনে ফেলেছেন ইয়ান বোথাম, স্যার গ্যারি সোবার্সকে।

টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট অনেক আগেই পেয়েছিলেন সাকিব আল হাসান। শুধু ছিল না চার হাজার রানের রেকর্ড। আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সেটি করে দেখিয়েছেন সাকিব আল হাসান। মাত্র ৫৯ টেস্ট খেলে বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসেবে এই রেকর্ড গড়েছেন সাকিব।

সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বের ৫ জন ক্রিকেটার। তারা হলেন ইয়ান বোথাম (৬৯ টেস্ট), স্যার গ্যারি সোবার্স (৮০ টেস্ট), কপিল দেব (৯৭ টেস্ট), ড্যানিয়েল ভেটোরি (১০১ টেস্ট), জ্যাক ক্যালিস (১০২ টেস্ট)।

Advertisement