Homeসব খবরজাতীয়ইরফান সেলিমের দাবি, মারধরের সময় ঘটনাস্থলে ছিলেন না

ইরফান সেলিমের দাবি, মারধরের সময় ঘটনাস্থলে ছিলেন না

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের সময় ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন ইরফান সেলিম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে বলেন, ঘটনার দিন হাসপাতালে অসুস্থ মাকে দেখে নিজ গাড়িতে ফেরেন তিনি।

আর যে গাড়ির সাথে ঘটনা, সেটিতে ছিলেনই না। নিজেকে পরিস্থিতির শিকার বলেও দাবি করেন ইরফান সেলিম। সেই সাথে আইনের ওপর ভরসা আছে বলেও জানান ইরফান সেলিম। বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত থাকলে পরদিন বাড়িতে থাকতেন না।

গত বছর অক্টোবরে কলাবাগান এলাকায় সংসদ সদস্যের স্টিকার লাগানো, হাজী সেলিমের একটি গাড়ি থেকে নেমে নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করে কয়েকজন। পরে এ ঘটনায় গ্রেপ্তার হন ইরফান সেলিম। ছয়মাস কারাবাসের পর ২৮ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।

Advertisement