Homeসব খবরবিনোদনইউটিউবে ঝড় তুললেন অভিনেত্রী রাকুল প্রীত!

ইউটিউবে ঝড় তুললেন অভিনেত্রী রাকুল প্রীত!

এবার বলিউডের টাবু ও অজয় দেবগণের সঙ্গে রাকুলপ্রীত সিংয়ের ‘দে দে পেয়ার দে’ ছবির একটি গান ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে। টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই গানটি ১৭ কোটিরও বেশি ভার্চুয়ালবাসী দেখেছেন। এর আগে লাভ দিব্যা মিউজিক ভিডিও দিয়ে বিশেষ নজর কাড়েন এ অভিনেত্রী। ওই গানটিও ৫ কোটির বেশি দর্শক দেখেছেন।

অভিনেত্রীর বিষয়ে যা জানা যায়, ভারতের দিল্লিতেই বেড়ে উঠেছেন তিনি। রক্ষণশীল পঞ্জাবি পরিবারের মেয়ে। বাবা ছিলেন সেনা কর্মকর্তা। তাই ছোট থেকেই নিয়মানুবর্তিতার মধ্যে বড় হয়েছেন এই সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় সেই অভিনেত্রী। তিনি আর কেউ নন, তিনি রাকুলপ্রীত সিং। একাধারে লাবণ্যময়ী ও আবেদনময়ী দুটো বিশেষণেই বিশেষায়িত করা হয় বলিউডের এই অভিনেত্রীকে। আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন মেধাবী এই অভিনেত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে অঙ্কে স্নাতক ডিগ্রিধারী।

১৮ বছর বয়স থেকেই মডেলিং করতেন তিনি। ২০০৯ সালে ডেবিউ হয় কন্নড় ছবি ‘গিল্লি’-র মাধ্যমে। ২০১১ সালে ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে নাট্যাভিনয়ে পঞ্চম স্থান এবং ‘মিস ইন্ডিয়া (জনতার বিচারে)’-সহ পাঁচটি পুরষ্কার লাভ করেন রাকুল। পরবর্তীকালে তিনি নিজেকে পুরোদমে অভিনেত্রী হিসেবেই নিজেকে তুলে ধরেন এবং একই বছর তিনি প্রথম তেলুগু চলচ্চিত্র ‘কেরাটাম’ করেন। পরের বছর করেন প্রথম তামিল ছবি ‘থাডাইয়ারা থাক্কা’। রবি তেজা, মহেশ বাবু, সূর্য একের পর এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন রাকুল।

Advertisement