Homeসব খবরজাতীয়আশা জাগাচ্ছে রেমিট্যান্স, আগস্টে এসেছে ২০৩ কোটি লাখ ডলার

আশা জাগাচ্ছে রেমিট্যান্স, আগস্টে এসেছে ২০৩ কোটি লাখ ডলার

গেলো আগস্টে দেশে আবারো বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এই সময় ২০৩ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এতে এক বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২.৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

হিসাব অনুযায়ী, জুলাই এবং আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৮১৩ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনাসহ নানা নীতি সহায়তা দিয়ে আসছে সরকার। যার কারণে বৈধ চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।

বর্তমানে ব্যাংকে ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা পাওয়া যাচ্ছে। সাথে আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে রেমিট্যান্সে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যাচ্ছে।

Advertisement